চতুর্থ প্রশিক্ষণ সম্পন্ন হওয়ায় বিদায়ী স্মৃতি

স্মৃতির পাতায় রয়ে যাবে চিরদিন…
আলহামদুলিল্লাহ্!

সুন্দরভাবে শেষ হলো কুরআন কানন ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ৭দিন ব্যাপী ৪র্থ সিফাত প্রশিক্ষণ কর্মশালা। শুরু এবং শেষ -সকল কৃতজ্ঞতা কেবলই মহান রবের। আলহামদুলিল্লাহ্

মারকাযুল হুফফাজ মাদরাসার ব্যবস্থাপনা এবং আয়োজক কমিটির দক্ষ পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যারা যেভাবে -শ্রম দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। নি’মাল বদল মহান আল্লাহ দান করুন তাদেরকে দুনিয়া আখিরাতে।

বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি হবিগঞ্জ জেলার হাফেজদের মুরুব্বি হাফেজ মাওলানা কাউসার আহমদ সাহেবসহ মারকাযুল হুফফাজ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা কাওছার আহমদ সাহেবের। যাদের অক্লান্ত পরিশ্রমে প্রশিক্ষণটি সফল হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাফেজ, আলেম, মুহতামিম সাহেবানদের নিয়ে শুরু হওয়া এ প্রশিক্ষণ আমাদের জন্য অনেক সৌভাগ্যের ছিলো। অনেক শেখার ছিলো।

বিশুদ্ধ উচ্চারণে কুরআনে কারীম শেখার পিছনে তাদের আগ্রহ উদ্দীপনা ও চেষ্টা আমাকে যারপরনাই আশান্বিত করেছে। অভিভূত করেছে। সবার জন্য রইলো অন্তরের গভীর থেকে ভালোবাসা এবং শুভকামনা।

বিশেষকরে প্রশিক্ষণ কর্মশালায় আমার শ্রদ্ধাভাজন তিন উস্তাযের আগমন ও নসিহা আমার জীবনের জন্য অনেক সৌভাগ্যের এবং গৌরবের। তাঁদের ছায়া এবং নেক-দৃষ্টি আল্লাহ আমার উপর দীর্ঘায়িত করেন। আমিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *