পরিচালক পরিচিতি

লোকমান আল মাহমুদ –কুরআনের এক তৃষ্ণার্ত খাদেম! যার স্বপ্ন-সাধনা, চিন্তা-চেতনা ও পরিশ্রমের সবটুকু কুরআনময়। তাঁর প্রচেষ্টা –প্রতিটি মানুষের মনে কুরআনের প্রতি গভীর ভালোবাসা জাগানো এবং তাদেরকে কুরআনী শিক্ষায় আলোকিত করা। তাঁর দিলের এ তামান্না থেকেই তিনি বাংলার বিভিন্ন প্রান্তে সফর করেন, নিরলস পরিশ্রম করেন এবং শিক্ষার্থীদের মাঝে সঠিক কুরআনের শিক্ষা পৌঁছে দেন।

কুরআনের সৌন্দর্য বিশ্বময় ছড়িয়ে দেওয়া তাঁর জীবনের প্রধান লক্ষ্য। কুরআনের প্রতি তাঁর অসীম ভালোবাসা ও গভীর মহব্বত তাঁকে প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগায়। মানুষকে বিশুদ্ধভাবে আল্লাহর পাক কালাম শেখানোর যে তাড়না রয়েছে তাঁর হৃদয়জুড়ে, সত্যিই তা প্রশংসাযোগ্য।

তিনি কেবল একজন শিক্ষকই নন, বরং তিনি শিক্ষকদের ট্রেইনার। বর্তমানে তিনি উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন, উস্তাযুল হুফফাজ, শায়খ ক্বারী আব্দুল হক সাহেবের তত্ত্বাবধানে মাসব্যাপী হুফফাজ মুআল্লিম প্রশিক্ষণ সেন্টারে ‘প্রশিক্ষণ যিম্মাদার’ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এখানে তিনি মুআল্লিমদের কুরআনের গভীরতর ও উচ্চতর জ্ঞান প্রদান করার পাশাপাশি তাদেরকে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখছেন।

এছাড়া তাঁর তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ছাত্রজীবনে নবী জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আরবিতে রচিত তাঁর বই ‘ইযহুমা ফিলগার’ পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে। তাজভীদের উপর সহজপাঠ্য গ্রন্থ ‘হুসনুল কুরআন’ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া আল-কুরআন মাশক বিষয়ক তাঁর অনবদ্য সংকলন ‘আত-তামরীনুল কুরআনী’ কুরআনপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসিত হয়েছে।

রব্বে কা’বা তাকে তাঁর স্বপ্ন পথে শক্তি ও সাহস দিন; হিম্মত দিন; পাহাড়সম দৃঢ়তা ও অবিচলতা দান করেন; কুরআনের এই খাদেমের প্রতি ভোরের শিশির কিংবা বৃষ্টি ফোঁটার ন্যায় কল্যাণের বারিধারা অব্যাহত রাখেন। তাঁর সকল প্রচেষ্টার সফলতা দান করেন। আমিন! ছুম্মা আমিন!!

—লেখক
আরিফ মাহমুদ
সোনারগাঁও, নারায়ণগঞ্জ