কুরআন কানন পরিচিতি

কুরআন কানন ইনস্টিটিউট বাংলাদেশ

‘বিশুদ্ধ উচ্চারণে কুরআন শিখা প্রত্যেক মুসলমানের উপর ফরয’ এই মৌলিক বিষয়টিকে সামনে রেখে ১৪৪২ হিজরী মোতাবেক ২০২১ সালের মাঝামাঝি সময়ে শুরু হয় এর পথচলা। সময়ের প্রয়োজন বিবেচনা করে এর কার্যক্রমের প্রধান কর্মসূচি রাখা হয় অনলাইনভিত্তিক।

কুরআন কাননে সর্বস্তরের মুসলমান —যারা কুরআন শিখার সুযোগ হয় নি অথবা দ্বীনি প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই তাদের জন্য রয়েছে বিশেষ আয়োজন। সাথে সাথে ওলামা, তলাবা, হুফফাজে কেরামসহ সংশ্লিষ্টদের জন্য কুরআনিক নানা কর্মসূচি।

কুরআনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, কুরআন—সুন্নাহর জ্ঞান সমাজের সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়াই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। জীবনের ব্যস্ততায় যারা দ্বীনি প্রতিষ্ঠানে আসার সুযোগ নেই; ঘরে বসে নারী-পুরুষ সবার জন্য রয়েছে কুরআন শিক্ষা, কুরআন শুদ্ধকরণ, কুরআন হিফজ, কুরআনের তরজমা—তাফসিরসহ দৈনন্দিন জীবনের মাসআলা—মাসায়েল শিক্ষার নানা উদ্যোগ।

আলহামদুলিল্লাহ, অতি অল্প সময়ের মধ্যে কুরআন কানন ইনস্টিটিউট বাংলাদেশ ওলামায়ে কেরাম, শিক্ষিত সমাজ ও সুধীজনদের আস্থা অর্জন করেছে। আর এর ব্যপ্তিও ছড়িয়ে পড়ছে দেশ ও দেশের বাহিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধারা অব্যাহত রাখুন। বিশ্বময় কুরআনের দ্যুতি ছড়িয়ে দিন। আমীন।

Online Courses
0 +
All Students
0 K
Support
0 /7

কুরআন কাননের বৈশিষ্ট্য

Our Vision

Lorem ipsum dolor sit amet, consec tetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis.

Our Mission

Lorem ipsum dolor sit amet, consec tetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis.

আমাদের প্রকাশিত দুটি বই

শিক্ষার্থীরা যা বলছে

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় উস্তাদজী সব চেয়ে বেশি ভালো লেগেছে আপনার পড়ানোর পদ্ধতি ও মুখস্ত করানোর নিয়োম। আপনি যা পড়াইছেন তা অতি সহজেই আয়ত্ত করে নিতে পেরেছি। ইনশাআল্লাহ বেঁচে থাকবো যতোদিন মনে থাকবে ততোদিন।

Shah Eliah Ahmod Student

আলহামদুলিল্লাহ! কুরআন কাননে দরস করার সুযোগ হয়েছিল, যদিও চিকিৎসা করি মানুষের তারপরও কুরআনের ভালোবাসায়... আপনার মাখরাজ-সিফাত এবং মাশকের ক্লাসে অনেক উপকৃত হয়েছি। অজানা বিষয় জানতে পেরেছি ভবিষ্যতে এমন আরো ক্লাস করার আগ্রহ রাখি ইনশাআল্লাহ্

Md Nuruzzaman Student

আমার জীবনে কুরআন শিখার মধ্যে অন্যতম দিনগুলো হলো কুরআন কাননের ক্লাসগুলো। উল্লেখযোগ্য কারণ ওস্তাদজি খুব সাবলীল ভাষায় আমাদের বুঝিয়েছেন। এর আগে হয়তো আমি বুঝিনি, নয়ত কেউ এভাবে সুন্দরভাবে বুঝায় নি। কুরআন কাননের জন্য শুভকামনা এবং অফুরন্ত দোয়া।

Ebrahim Arif Srudent

উস্তাদজি! দিনগুলো জীবনভর স্মৃতি হয়ে থাকবে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখেরাতের সফলতা দান করেন। আপনার সহজভাবে মহব্বতের সাথে উপস্থাপিত দরসগুলো পেয়ে খুবই উপকৃত হয়েছি। আপনার সান্নিধ্য পুনরাবৃত্তি হোক মহান রবের তরে এই প্রার্থনা!

শরীফ হোসাইন মুনাওয়ার Student

আমি প্রশিক্ষণ করছি, আলহামদুলিল্লাহ! খুব ফায়েদা হচ্ছে। হে আল্লাহ..! আপনি সকল ওস্তাদদেরকে নেক হায়াত দান করুন। আমিন। খাছ করে আমার প্রাণপ্রিয় ওস্তাদ হাফেজ মাওলানা লোকমান আল মাহমুদ হুজুরকে শেফায়ে কামেলা আজেলা নসীব করেন। আমিন।

Md Habibur Rahman Student