Biography
হাফেজ মাওলানা ক্বারী লোকমান আল মাহমুদ –কুরআনের এক তৃষ্ণার্ত খাদেম! যার স্বপ্ন-সাধনা, চিন্তা-চেতনা ও পরিশ্রমের সবটুকু কুরআনময়। তাঁর প্রচেষ্টা –প্রতিটি মানুষের মনে কুরআনের প্রতি গভীর ভালোবাসা জাগানো এবং তাদেরকে কুরআনী শিক্ষায় আলোকিত করা। তাঁর দিলের এ তামান্না থেকেই তিনি বাংলার বিভিন্ন প্রান্তে সফর করেন, নিরলস পরিশ্রম করেন এবং শিক্ষার্থীদের মাঝে সঠিক কুরআনের শিক্ষা পৌঁছে দেন।
Courses